Logo Logo

গোপালগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

সারাদেশব্যাপী একযোগে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে জাকের পার্টির মূল দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সারাদেশব্যাপী একযোগে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে জাকের পার্টির মূল দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি গোপালগঞ্জ পৌর উন্মুক্ত মঞ্চে এসে এক বিশাল জনসভায় পরিণত হয়। বিকাল তিনটা থেকে শুরু হওয়া এ জনসভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর থানার সভাপতি কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে সারাদেশব্যাপী একযোগে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল।

বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. সায়েম আমীর ফয়সল, ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল, এবং জেলা পর্যায়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন—গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মাহামুদ হাসান, মুকসুদপুর উপজেলা সভাপতি মো. লিয়াকত হোসেন, শহর শাখার সভাপতি মো. কামরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা সভাপতি হাসান আলী সরদার, সদর উপজেলা সহ-সভাপতি ওমর আলী, ও জেলা মৎস্য ফ্রন্ট সভাপতি এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, জাকের পার্টির ৩৬ বছরের রাজনৈতিক যাত্রা প্রতিহিংসা, খুন ও সন্ত্রাসমুক্ত। তারা শান্তি, সম্প্রীতি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় উন্নয়ন বাজেটের যথাযথ বাস্তবায়ন হলে দারিদ্র্য, অনাহার, চিকিৎসাহীনতা ও বেকারত্ব দূর করা সম্ভব।

আলোচকরা জোর দিয়ে বলেন—“ধর্ম পোশাকে নয়, হৃদয়ে ধারণ করতে হবে।” জাকের পার্টি ক্ষমতায় গেলে দেশে মদীনার আদলে শান্তি, ন্যায় ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করবে এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করবে।

সভায় বক্তারা আহ্বান জানান—ভোটাররা যেন প্রতিশ্রুতির রাজনীতি নয়, বরং সৎ, নীতিবান ও আদর্শবান প্রার্থীকেই ভোট দেন। তারা বলেন, “জাকের পার্টি ধোঁকার রাজনীতি করে না; প্রলোভনে নয়—আদর্শ ও সততার ভিত্তিতেই জনগণের আস্থা অর্জন করতে চায়।”

সভা শেষে চেয়ারম্যানের নির্দেশনায় আগামী ২ নভেম্বর ২০২৫ দেশব্যাপী পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দলীয় নেতাকর্মীরা জনগণের প্রতি আহ্বান জানান—ন্যায়, নীতি ও সততার প্রতীক ‘গোলাপ ফুলে’ ভোট দিয়ে জাকের পার্টির আদর্শ ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠায় অংশ নিতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...