Logo Logo

সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল


Splash Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।


বিজ্ঞাপন


তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, মিথ্যা তথ্য দিয়ে জাতির সঙ্গে প্রতারণা না করতে।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটা করার সুযোগ নেই। কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিলেন। জাতি সেটা ভোলেনি।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে আছি। পিআর হবে কি না, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।”

শেখ হাসিনার ভারতের সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। আমরা চাই, ভারতের সরকারকে অনুরোধ করা হোক, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...