Logo Logo

৩০০ আসনে প্রার্থী দিতে চায় এনসিপি, ঢাকা থেকে লড়বেন নাহিদ


Splash Image

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজেও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বিজ্ঞাপন


রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।”

আসন্ন নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, “আমি ঢাকার ছেলে। ঢাকা থেকেই দাঁড়াব।”

নাহিদ ইসলাম আরও জানান, দলটি ইতোমধ্যে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করছে। এনসিপির ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। যেসব জেলা ও উপজেলায় এখনো কমিটি গঠন হয়নি, সেগুলোতে এই মাসের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...