Logo Logo

লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ


Splash Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।


বিজ্ঞাপন


রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকেই যুক্তরাজ্য গেছেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। তবে কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা এখনও জানা যায়নি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, “উনি (সালাহউদ্দিন আহমদ) বর্তমানে দেশের বাইরে আছেন।”

এর আগে গত ২০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে যুক্তরাজ্যে গিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। সে সময় তিনি লন্ডনে বড় মেয়ের বাসায় অবস্থান করেন। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...