ফাইল ছবি।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন তিনি।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় বলে জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনকে সামনে রেখে প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলো প্রার্থী দেবে, সেখানে বিএনপি সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করবে।”
তিনি আরও জানান, দিনাজপুর-৩ আসন থেকে আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। প্রাথমিক তালিকা ঘোষণার পর মাঠপর্যায়ের মতামত ও জোটভিত্তিক সমন্বয়ের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে শিগগিরই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...