বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন বগুড়া-৬ আসনে। এটি হবে তার প্রথম সংসদ নির্বাচন।
এছাড়া স্থায়ী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদেরও বিভিন্ন আসনে প্রার্থী করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ এবং মির্জা আব্বাস ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম ও ছাত্রদলের সাবেক নেতাদের উল্লেখযোগ্য অংশকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে বেশ কিছু আসনে একাধিক প্রার্থী ও জোটের শরীক দলগুলোর জন্য আসন বরাদ্দ রাখার কারণে আপাতত ২৩২টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
এর আগে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের প্রার্থী ও নেতাদের সঙ্গে একাধিক দফা বৈঠক করে এই প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...