Logo Logo

২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা


Splash Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৮ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।


বিজ্ঞাপন


সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন বগুড়া-৬ আসনে। এটি হবে তার প্রথম সংসদ নির্বাচন।

এছাড়া স্থায়ী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদেরও বিভিন্ন আসনে প্রার্থী করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ এবং মির্জা আব্বাস ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম ও ছাত্রদলের সাবেক নেতাদের উল্লেখযোগ্য অংশকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে বেশ কিছু আসনে একাধিক প্রার্থী ও জোটের শরীক দলগুলোর জন্য আসন বরাদ্দ রাখার কারণে আপাতত ২৩২টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এর আগে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের প্রার্থী ও নেতাদের সঙ্গে একাধিক দফা বৈঠক করে এই প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...