Logo Logo

শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


Splash Image

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনের জন্য দলীয় প্রার্থীদের প্রাথমিক মনোনীতদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিজ্ঞাপন


আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনের জন্য দলীয় প্রার্থীদের প্রাথমিক মনোনীতদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই নামগুলো চূড়ান্ত করা হয়।

ঘোষিত মনোনীত প্রার্থীরা হলেন:

শরীয়তপুর-১ (পালং ও জাজিরা) আসনে মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনে মনোনীত হয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মনোনয়ন ঘোষণা হতেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, স্লোগানধ্বনি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মনোনীত প্রার্থীরা যদি দলীয় প্রতীক নিয়ে আগামী নির্বাচন অংশগ্রহণ করেন, তবে শরীয়তপুরে বিএনপির রাজনীতি আরও সুসংহত ও সক্রিয় হবে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে, বাড়ছে সাধারণ মানুষেরও আগ্রহ ও আলোচনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...