Logo Logo

যেসব আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা


Splash Image

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করার পর ভোটের মাঠে সক্রিয় হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। দলের পক্ষ থেকে জানা গেছে, ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, রাজনৈতিক পরিষদের নেতারা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট সংক্রান্ত আলোচনা চলমান রয়েছে। তবে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে। আলোচনা অনুযায়ী, যদি দুই দলের সঙ্গে জোট না হয়, তাহলে এনসিপি মোট ১০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইত্তেফাককে বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আওয়ামী সরকারের অপশাসনের ভিকটিম ও দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে এনসিপি সেই আসনে প্রার্থী দেবে না। অন্য সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে।” জোট গঠন বিষয়ে তিনি আরও বলেন, “এখনো আলোচনা চলছে। জোট হতে পারে, নাও হতে পারে।”

দলীয় নেতৃত্ব ইতিমধ্যে কে কোন আসন থেকে লড়বেন তা চূড়ান্ত করেছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা, রামপুরা) থেকে নির্বাচন করবেন। সদস্য সচিব আখতার হোসেন লড়বেন রংপুর-৪ থেকে। অন্যান্য শীর্ষনেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ এবং জ্যেষ্ঠ যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে লড়বেন।

সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদও পদত্যাগ করে এনসিপির প্রতীকেই নির্বাচন করার আভাস দিয়েছেন। মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ এবং আসিফ মাহমুদ ঢাকা-১২ থেকে প্রার্থী হবেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও প্রার্থী হয়েছেন ভোলা-১ থেকে সামান্তা শারমিন, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, ঢাকা-১৩ থেকে আকরাম হুসেইন, নোয়াখালী-৬ থেকে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ থেকে আবদুল্লাহ আল আমিন, কুমিল্লা-১০ থেকে জয়নাল আবেদীন শিশির, কুড়িগ্রাম-২ থেকে আতিক মুজাহিদ এবং ফেনী-২ থেকে সালেহ উদ্দিন সিফাত।

অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন চুয়াডাঙ্গা-২ আসনে মোল্লা ফারুক এহসান, চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক, ঝালকাঠি-১ আসনে মশিউর রহমান, ঢাকা-৫ আসনে নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে মাহিন সরকার, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহাদী, সিরাজগঞ্জ-২ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, বাগেরহাট-৩ আসনে মোল্যা রহমতুল্লাহ, ফেনী-১ আসনে এহসানুল মাহবুব জোবায়ের, নীলফামারী-৪ আসনে আবু সাঈদ লিয়ন, ঠাকুরগাঁও-৩ আসনে গোলাম মর্তুজা সেলিম, ঝালকাঠি-১ আসনে আরিফুর রহমান তুহিন এবং মেহেরপুর-২ আসনে সাকিল আহমাদ।

এনসিপি নির্বাচন পরিচালনায় ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ও গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে, এবং সেক্রেটারি হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে এই কমিটি দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...