Logo Logo

১০ বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি : নাহিদ ইসলাম


Splash Image

ফাইল ছবি।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের প্রথম জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।


বিজ্ঞাপন


তবে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব না হলে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হবো, ক্ষমতায় যাবো, সরকার গঠন করবো।”

দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই রাজনীতিতে নেমেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।”

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি দলকে একটি সুসংগঠিত কাঠামোয় গড়ে তুলতে চান নাহিদ ইসলাম। তিনি বলেন, “১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করবো না। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। অল্প সময়ের মধ্যেই দলটি জনসমর্থনের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।

তাঁর ভাষায়, “আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।”

জাতীয় নাগরিক পার্টি বর্তমানে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তারে মনোযোগী বলে জানা গেছে। দলটির নেতারা আশা করছেন, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির অংশগ্রহণ দেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...