Logo Logo

বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না : মির্জা ফখরুল


Splash Image

ছবি : সংগৃহীত।

বিএনপিকে অবজ্ঞা করলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়; গণতন্ত্রের জন্য লড়াই করা একটি আদর্শিক রাজনৈতিক শক্তি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও যশোরের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোনো ভেসে আসা দল নয়।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। দলের প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। “আমরা যদি রাজপথে নামি, তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে,” যোগ করেন বিএনপি মহাসচিব।

রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করা কিছু উপদেষ্টার সমালোচনা করে ফখরুল বলেন, “নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলব, নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সব সংকট থেকে মুক্তির ব্যবস্থা করুন।”

স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...