Logo Logo

মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি, মূল্য ১০ হাজার টাকা


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ ছাড়ে ২ হাজার টাকা রাখা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি জানান।

তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, আজ থেকে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন—কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে ফরম সংগ্রহ ও পূরণের মাধ্যমে এবং দলীয় মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি শ্রেণির যোগ্য নাগরিক যেন রাজনীতিতে অংশ নিতে পারেন, সেজন্যই নিম্নআয়ের মানুষ ও জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...