Logo Logo

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় কোনো আপস হবে না : জামায়াত আমির


Splash Image

ছবি : সংগৃহীত।

ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান শুক্রবার রাতে মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে সমর্থক গোষ্ঠীর আয়োজিত প্রীতি সমাবেশে বলেছেন, দেশের ন্যায়-ইনসাফ ও দুর্নীতি-দুঃশাসন মুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াত কোনো আপস করবে না।


বিজ্ঞাপন


তিনি বলেন, দল শুধুমাত্র প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম সাদী।

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে তারা সেই ওয়াদা রাখে না। বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোকা খেয়েছে। এবার এসব ধোকাবাজকে না বলুন। অতীত-বর্তমানের আমলনামা দেখে ভবিষ্যতের আমলনামা বিচার করুন।” তিনি ভোটারদের সতর্ক করে বলেন, শুধুমাত্র কথামালার ফুলঝুড়িতে বিভ্রান্ত হয়ে চলবে না; বাস্তবতা উপলব্ধি করে দায়িত্বশীলভাবে ভোট দিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। নিজেদের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলবো। বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তিতেই আমাদের পররাষ্ট্রনীতি চালানো হবে। জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা নতুন প্রজন্ম ও যুব সমাজকে এমনভাবে গড়ে তুলবো, যাতে তারা স্বতঃপ্রণোদিতভাবে সরকারের সহযোগী হিসেবে কাজ করে।”

তিনি দেশের প্রগতির জন্য ইতিবাচক পরিকল্পনার গুরুত্বও উল্লেখ করে বলেন, “অতীত নিয়ে কামড়াকামড়ি করে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন দিন বদলের সময় এসেছে। তাই দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।”

ডা. শফিকুর রহমান দেশের নৈতিক ও উন্নত শিক্ষা সম্প্রসারণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে “মানবিক বাংলাদেশ” প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

সমাবেশের আগে জামায়াত আমির পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন। মাগরিবের নামাজের পর পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...