ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
মিজ আফরোজা আখতার এর আগে পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। নারী হিসেবে তিনিই প্রথম সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন।
এর আগে, সাতক্ষীরায় ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ আফরোজা আখতার।
সাতক্ষীরা জেলার নামকরণ ও প্রশাসনিক যাত্রার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। ১৮৫২ সালে যশোর জেলার চতুর্থ মহকুমা হিসেবে সাতক্ষীরার প্রশাসনিক যাত্রা শুরু হয়, সদর দপ্তর ছিল কলারোয়ায়। প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন নবাব আব্দুল লতিফ। পরে ১৮৬১ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় সাতঘরিয়া গ্রামে, যা পরবর্তীতে সাতক্ষীরা নামে পরিচিতি পায়।
এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাননি। তাই ৭১ জন পুরুষ জেলা প্রশাসকের পর মিজ আফরোজা আখতারের নিয়োগ সাতক্ষীরার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...