ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
রোববার (৯ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে। গত এক সপ্তাহে সৌদিজুড়ে পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৬৪৭ জন প্রবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ৮৩৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৬৪ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ২৪৫ জন রয়েছেন। সৌদির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও এক হাজার ৯৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় ৩৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের অংশ হিসেবে সৌদিতে বসবাসরত ২৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত। বর্তমানে ৩২ হাজার ৮০১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ৩১ হাজার ২০৭ জন পুরুষ এবং এক হাজার ৫৯৪ জন নারী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২১ হাজার ৮০০ জনকে দেশে ফেরত পাঠানোর আগে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনের মাধ্যমে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া আরও ৬ হাজার ১২ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯৮ জন প্রবাসীকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশে সহায়তা করা ব্যক্তিদের জন্য দেশটিতে কঠোর শাস্তির বিধান রয়েছে—এতে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার শাস্তি হতে পারে। অবৈধ প্রবাসী ও সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে কর্তৃপক্ষ একাধিকবার সতর্কতা জারি করেছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে নিয়মিতভাবেই অবৈধ প্রবাসীদের শনাক্ত, আটক ও প্রত্যাবাসনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...