Logo Logo

হিন্দু প্রতিনিধি সম্মেলনে মির্জা ফখরুল

‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’


Splash Image

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। এ স্লোগানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব। এসময় মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পড়ে শোনান তিনি।

দাবিগুলোর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারব।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন?”

এরপর উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে তিনি স্লোগান দেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ধর্মীয় সম্প্রদায়ভিত্তিক ভোট ব্যাংক শক্তিশালী করতে বিএনপি এবার সরাসরি সম্প্রদায়ভিত্তিক গণসংযোগ কার্যক্রমে নেমেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...