Logo Logo

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জুলাই বিপ্লব যারা মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই।” তিনি স্পষ্ট করে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হলে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে আইনি ভিত্তি তৈরি করতেই হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের দাবি কম এবং খুবই সুস্পষ্ট— প্রথমত জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কোনো নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।”

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ আট দলের পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।

জামায়াত আমির বলেন, “এ দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই— জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সব দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত।”

তিনি জানান, গণভোটের মাধ্যমে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে, যার ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। “আমরা চাই রোজার আগেই, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হোক। কেউ যেন ধোঁয়াশা সৃষ্টি না করে,” বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আট দলের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ দিইনি। সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী চার্টার তৈরি হয়েছে, কিন্তু কেউ কেউ তা মেনে নিতে রাজি নন— যা গণতন্ত্রের পরিপন্থী।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদে যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে শ্রদ্ধা দেখাবেন কীভাবে? জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। যারা লড়াই করেছে, আহত হয়েছে, তাদের কষ্ট বোঝার চেষ্টা করুন।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমাদের দাবি জনগণের দাবি— কোনো দলের নয়, এটি বিপ্লবের দাবি। ফ্যাসিবাদের দাবির কাছে জনগণ মাথানত করবে না।”

সমাবেশে উপস্থিত আট দলের নেতাকর্মী ও জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান জানান, সমাবেশ শেষে আট দলীয় শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে মিলিত হবেন এবং পরবর্তী কর্মসূচি শিগগির ঘোষণা করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...