Logo Logo

আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


Splash Image

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বিএনপি মহাসচিব।


বিজ্ঞাপন


বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বিএনপি মহাসচিব।

বক্তব্যে মির্জা আলমগীর একাধিকবার বলেন, “যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, ঠিকাছে? তখন উপস্থিত নেতাকর্মীরা তাতে সায় দেন।

এরপর মির্জা ফখরুল ইসলাম বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য, নিয়ে চলতে চাই।”

আগামী ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৩ তারিখ নাকি লকডাউন হবে। অন্ধকারের মধ্যে কয়েকটা বাস টাস পোড়ায়ে দিছে, ভয় দেখাবে বলে।

এ সময় মির্জা আলমগীর বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই, আর এসব পাগলামি করবেন না। অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি। সামনেও ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...