Logo Logo

যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় গণসচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত


Splash Image

জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা, টেকসই জীবিকায়ন ও সামাজিক সমস্যা নিরসনে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বাল্যবিবাহ, যৌতুক ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সাতক্ষীরা সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী গণনাটিকা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ নভেম্বর) সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নের ঋষি পাড়া স্কুল চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েল্থহাঙ্গারহিলফে-এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আনন্দ সংস্থার প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলামসহ অন্যান্য কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সামাজিক সমস্যাভিত্তিক নাটিকা, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো ক্ষতিকর সামাজিক বাস্তবতাগুলো ফুটিয়ে তোলেন। অভিনয়শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।

নাটকের পাশাপাশি পরিবেশিত হয় লোকসংগীত, যা সহজ ও মর্মস্পর্শী সুরে গণসচেতনতামূলক বার্তাগুলোকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। এই সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, অন্যদিকে সমাজের নৈতিক অবক্ষয়ের দিকগুলোও প্রতিফলিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু অভিযোজন ও সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই প্রচেষ্টা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত অনেকে মনে করেন, আনন্দ সংস্থার এই উদ্যোগ একটি সুস্থ, স্থিতিস্থাপক ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের আরও বেশি গণসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ত্বরান্বিত হবে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...