বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, “যারা জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করে উল্লাস করেছে, তারা আজ কোথায়? আমাদের মহান নেতা শহীদ মীর কাসেম আলী যখন বিদেশে ছিলেন, তখন দেশ থেকে অনেকেই তাকে দেশে না আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা যদি অপরাধ হয়, তবে যা হওয়ার হবে। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি—আমি দেশে ফিরব।”
তিনি অভিযোগ করেন, মীর কাসেম আলীকে পরবর্তীতে মিথ্যা সাজানো মামলায় মানবতাবিরোধী আখ্যা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগের সমালোচনা করে এটিএম আজহারুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। কিন্তু যারা দেশের পক্ষে কাজ করে, তারা কখনও পালায় না।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টে দেব, সব অনিয়ম, দুর্নীতি ও অনাচার দূর করব।”
তিনি আরও দাবি করেন, জামায়াত সরকারে থাকাকালে কৃষি ও শিল্প মন্ত্রণালয় পরিচালনা করেছে সততা ও দক্ষতার সঙ্গে। “এক টাকার দুর্নীতির অভিযোগও কেউ দিতে পারেনি। আমরা দুর্নীতি করিনি, করতেও দেব না। এ পরীক্ষায় আমরা আগেই উত্তীর্ণ হয়েছি,” বলেন তিনি।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত ওই পথসভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...