Logo Logo

জামায়াত সমর্থিত জাহিদুল ইসলামকে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় সংবর্ধনা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার


Splash Image

নব-নির্বাচিত কার্যকরী সদস্য মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট) ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এলাকার দায়িত্বশীল ও কর্মী বৃন্দ। এসময় উপস্থিত সকলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


বিজ্ঞাপন


সাতক্ষীরার রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে কার্যকরী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় জামায়াত সমর্থিত মো. জাহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ১২ নভেম্বর রাতে সাতক্ষীরা সদরের পৌর সাত নম্বর ওয়ার্ড টিপিশকাটি বাবুল জান্নাত জামে মসজিদে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নব-নির্বাচিত কার্যকরী সদস্য মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট) ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এলাকার দায়িত্বশীল ও কর্মী বৃন্দ। এসময় উপস্থিত সকলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ডের আমির হাফেজ মাও নুরুল হক, সেক্রেটারি মাও আব্দুর রহিম, ইউনিট পরিচালক মাও রুহুল আমিন, পেশাজীবী সভাপতি হাফেজ ড আবুল বাসার, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ লিয়াকত আলী, আব্দুস সামাদ, তরিকুল ইসলাম স্বাধীন, আল-আমিন সহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল ও কর্মী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মো. জাহিদুল ইসলামের এই বিজয়কে সাতক্ষীরাবাসীর সেবা ও কল্যাণের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তার সফলতা কামনা করেন।

জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আজকের এই ভালোবাসাপূর্ণ সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা আমাকে কৃতজ্ঞতা। রেড ক্রিসেন্ট নির্বাচনে কার্যকরী সদস্য পদে আমার এই বিজয় অসংখ্য ভোটারের আস্থা ও সমর্থনের প্রতিফলন। তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, “আমি বিশ্বাস করি, এই বিজয় আমার একার নয়, এটি সাতক্ষীরাবাসীর সেবা ও কল্যাণের আকাঙ্ক্ষার বিজয়।”

দল-মত নির্বিশেষে সকলের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করে তিনি বলেন, “আমি রেড ক্রিসেন্টের নীতিমালা মেনে চলে, দল-মত নির্বিশেষে সকলের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করছি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। সবশেষে, আল্লাহ যেন সকলকে মানুষের পাশে দাঁড়ানোর ও মানবতার সেবা করার তৌফিক দান করেন, সেই প্রার্থনা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শেষে মো. জাহিদুল ইসলাম সকলের প্রতি তার বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...