বিজ্ঞাপন
ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা জানায় জিয়া পরিষদ।
বুধবার, বিএনপির দলীয় কার্যালয়ে জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের প্রার্থী গোলাম নবী আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, এনামুল হক,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সোহাগ, কামরুল ইসলাম, মিলন হাওলাদার, ইয়ামিন হাওলাদারসহ জিয়া পরিষদের জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দ। এ সময় গোলাম নবী আলমগীর বলেন,
আগামী নির্বাচনে জনগণের ভোটে গণতন্ত্রের জয় হবে। দলের সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানান এই নেতা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...