Logo Logo

অর্ধযুগপূর্তিতে ডুয়েট সাংবাদিক সমিতির পূর্ণমিলনী ও নতুন কমিটি ঘোষণা


Splash Image

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সাংবাদিক সমিতির অর্ধযুগপূর্তি উদযাপন, পূর্ণমিলনী ও ২০২৫-২৬ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সাংবাদিক সমিতির অর্ধযুগপূর্তি উদযাপন, পূর্ণমিলনী ও ২০২৫-২৬ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। সম্মানিত অতিথি ছিলেন ছাত্র কল্যাণের পরিচালক ড. উৎপল কুমার দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন ডুয়েট সাংবাদিক সমিতি'র প্রতিষ্ঠাকালীন সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রাজ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সুজন সরকার এবং সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আফতাবুল ইসলাম শোবন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে ডুয়েটের সাংবাদিকরা বলেন, অতীতে বিভিন্ন চাপ ও রক্তচক্ষু উপেক্ষা করে তারা দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সত্য প্রকাশের লক্ষ্যেই সবসময় সাহসিকতা দেখিয়েছেন। তারা আরও বলেন, ডুয়েট ক্যাম্পাসের স্বার্থ রক্ষায় যেকোন ব্যক্তি বা সংগঠনের দুর্নীতি ও অনিয়ম নির্ভীকভাবে তুলে ধরতে হবে।

বক্তব্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, সাফল্য ও সমস্যাগুলো তুলে ধরতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সংবাদ পরিবেশন শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তি নয়, দেশের ভবিষ্যৎকেও ইতিবাচকভাবে প্রভাবিত করে।

অর্ধযুগপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাংবাদিকদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। পরে অর্ধযুগের সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত সাবেক ও বর্তমান সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষে সকলকে মাঝে সম্মাননা ক্রেস তুলে দেন ডুয়েট উপাচার্য।

২০২৫-২৬ এর ডুয়েট সাংবাদিক সমিতি কমিটির সভাপতি মাহতাব হোসেন দোলন ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...