Logo Logo
টেকনলজি

এআই'র কারণে হারাতে হবে যেসব চাকরি


ভোরের বাণী

Splash Image

"যারা এখনই এআই শিখবে, তারাই ভবিষ্যতের বিজয়ী" — এমনটাই মনে করেন গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যাপকভাবে পরিবর্তন আনবে চাকরির বাজারে।


বিজ্ঞাপন


একদিকে যেমন কিছু পেশা হারিয়ে যাবে, তেমনি তৈরি হবে একেবারে নতুন ধরনের কাজ—যেগুলোর নাম আজ আমরা জানিও না।

হাসাবিস বলেন, ইতিহাসের প্রতিটি সময়েই প্রযুক্তি মানুষের জীবনধারায় বড় পরিবর্তন এনেছে। ইন্টারনেট যেমন বদলে দিয়েছে মিলেনিয়াল প্রজন্মের জীবন, তেমনি স্মার্টফোন পাল্টে দিয়েছে জেনারেশন জেড-এর দৈনন্দিনতা। এবার সেই পরিবর্তনের ঢেউ আসছে জেনারেশন আলফার জীবনে—এবার নেতৃত্বে এআই।

বিশ্বব্যাপী ChatGPT-এর আবির্ভাবের পর থেকেই এআই প্রযুক্তি ঘিরে প্রশ্ন, সম্ভাবনা আর উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে হাসাবিসের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “হ্যাঁ, কিছু চাকরি হারিয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে কাজ থাকবে না। বরং তৈরি হবে এমন সব পেশা, যেগুলোর কথা এখনো কল্পনাও করা হয়নি।”

উদাহরণ টেনে তিনি বলেন, “আগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ক্লাউড ইঞ্জিনিয়ার বলে কিছু ছিল না। এখন এই পেশাগুলো গুরুত্বপূর্ণ। তেমনি এআই কেন্দ্রিক নতুন পেশাও তৈরি হবে।”

তবে প্রযুক্তির এই নতুন বাস্তবতায় টিকে থাকতে হলে শুধু প্রযুক্তি ‘ব্যবহার’ জানলেই হবে না—বোঝাটাও জরুরি। এজন্য তিনি জোর দেন STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার ওপর। পাশাপাশি শেখার আগ্রহ, মানিয়ে নেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তাভাবনাকেও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “শুধু জানলেই হবে না গুগল কীভাবে ব্যবহার করতে হয়, বরং বুঝতে হবে গুগল কীভাবে কাজ করে।”

বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে হাসাবিস বলেন, এখনই প্রযুক্তি শেখা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং উদ্ভাবনী প্রকল্পে অংশ নেওয়ার সেরা সময়। তিনি পরামর্শ দেন—ফ্রি অনলাইন কোর্স, ওপেন সোর্স প্রকল্প, AI ল্যাব ঘাঁটা এবং বাস্তব সমস্যার সমাধানে নিজেদের দক্ষতা কাজে লাগানোর জন্য।

সবশেষে হাসাবিস বলেন, “মানুষের শক্তি কেবল বুদ্ধিমত্তা নয়, বরং নিজেকে বদলানোর ক্ষমতা। এটাই মানুষের শ্রেষ্ঠত্ব। এআই এখন কল্পনা নয়, এটি বর্তমান বাস্তবতা। তাই যার হাতে থাকবে এই জ্ঞান, তার হাতেই থাকবে আগামী দিনের শক্তি।”

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ