Logo Logo

সাতক্ষীরা- ২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ


Splash Image

সাতক্ষীরা সদর-২ আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল আলিমের দলীয় মনোনয়নের দাবিতে মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


হঠাৎ সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে ওই সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য রাজ্জাক, আতিয়র রহমান, শফিকুল ইসলাম, নজিবুর রহমান টুটুল, আবুল হাসানসহ আরও অনেকে।

নেতাকর্মীরা বলেন, তৃণমূলের দাবি ও জনপ্রিয়তার ভিত্তিতেই আব্দুল আলিমকে এই আসনে দলীয় মনোনয়ন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...