Logo Logo

নির্বাচনের আগে মাঠ প্রশাসনে লটারিভিত্তিক বদলি চায় জামায়াত


Splash Image

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, লটারিভিত্তিক বদলিই সবচেয়ে নিরপেক্ষ, আস্থাযোগ্য ও প্রশ্নহীন পদ্ধতি।


বিজ্ঞাপন


বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রস্তাব উত্থাপন করেন।

সংলাপে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) যেভাবে হঠাৎ বদলি করা হচ্ছে, তার পেছনে বিশেষ উদ্দেশ্য কাজ করছে বলে মনে হয়।

তিনি বলেন, ‘এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি—একজন ডিসি হঠাৎ বদলি। আবার এই সপ্তাহেই অনেককে রদবদল করা হয়েছে। মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে, নির্দিষ্ট উদ্দেশ্যে এই কাজগুলো হচ্ছে।’

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর আগের কমিশনগুলোর সময়ে এক রাতে সব ডিসি-এসপি বদলি হলেও তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে একই ধরনের সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে, সে সেখানে যাবে—এ নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকবে না।’

তার মতে, এই পদ্ধতিই মাঠ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারে।

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার সরকারি ঘোষণার পরও আচরণবিধিতে তার উল্লেখ না থাকায় আপত্তি জানায় জামায়াত। মিয়া গোলাম পরওয়ার বলেন, এ বিষয়ে ইসিকে স্পষ্ট নির্দেশনা ও সংশোধন আনতে হবে।

তিনি প্রবাসীদের পোস্টাল ব্যালটে গণভোটের ব্যবস্থা কীভাবে হবে তা আরও পরিষ্কার করার অনুরোধ জানান। পাশাপাশি প্রবাসী ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ রাখারও দাবি করেন।

সংলাপে জামায়াত কয়েকটি অতিরিক্ত প্রস্তাবও তুলে ধরে—

* নির্বাচনী প্রচারে লাউডস্পিকারের ব্যবহার সীমিতকরণ পুনর্বিবেচনা

* ভোটার তালিকায় ছবি আরও স্পষ্ট করা

* প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনাসদস্য মোতায়েন

মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার ও ভোটার আস্থার স্বার্থে এসব প্রস্তাব জরুরি বলেও মন্তব্য করেন দলটির নেতারা।

সংলাপে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আইনজীবী শিশির মনির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...