Logo Logo

ঈদ সামনে রেখে চোরাচালান ঠেকালো বিজিবি

সীমান্তে নৌকা ভর্তি কোটি টাকার পণ্য জব্দ


Splash Image

ছবি- ১.৫২ কোটি টাকার ভারতীয় পন্য

সুনামগঞ্জের জামালগঞ্জে রক্তিনদীতে বিজিবি অভিযানে স্টিলবডি নৌকা ও এক কোটি ৫২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ। ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে বিশেষ অভিযান।


বিজ্ঞাপন


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রক্তিনদীতে বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত পথে আনা হচ্ছিল বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য। এই সময় বিজিবি ২৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ আনুমানিক ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসামগ্রী আটক করে।

আটক করা মালামালের মধ্যে ছিল প্রসাধনী সামগ্রী, শাড়ি, থ্রিপিস, বৈদ্যুতিক সামগ্রী, কাপড় ও অন্যান্য কসমেটিক্স। এসব পণ্য সীমান্ত এলাকা দিয়ে নদীপথে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিজিবি।

বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে পণ্য চোরাচালান রোধে বিশেষ অভিযান চলমান থাকবে। বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, “জাতীয় নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় বিজিবি সব সময় সজাগ রয়েছে। অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসনও এই অভিযানের প্রশংসা করেছে। সুনামগঞ্জ সীমান্ত অঞ্চল চোরাচালানের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এ ধরণের বড় অভিযানে বিজিবির সক্রিয়তা এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

প্রতিবেদক-খন্দকার সাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...