Logo Logo

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।


বিজ্ঞাপন


সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, “গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির একটি অনন্য জেলা। প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করলে জনগণকে সেবা প্রদান আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী, উপজেলা সমাজসেবা অফিসার শারমিন আক্তার এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

সভায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক সেবা প্রদান এবং জনগণকে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...