Logo Logo

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


Splash Image

সাতক্ষীরা সদর–দেবহাটা (সাতক্ষীরা-২) আসনে মনোনয়ন বাতিল এবং টানা সাত বারের চেয়ারম্যান আব্দুল আলিমকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সাতক্ষীরা সদর–দেবহাটা (সাতক্ষীরা-২) আসনে মনোনয়ন বাতিল এবং টানা সাত বারের চেয়ারম্যান আব্দুল আলিমকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা–খুলনা রোড মহাসড়কের বিনেরপোতা মাছবাজার সংলগ্ন স্থানে সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দুইবার ক্রসফায়ারের মামলার আসামি হয়েও বিগত ১৭ বছর ধরে নিপীড়ন-নির্যাতন সহ্য করে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন।

তারা আরও জানান, সাতক্ষীরা-২ আসনে বর্তমান বিএনপি মনোনয়ন বাতিল করে আব্দুল আলিমকে দলীয় প্রার্থী ঘোষণা করতে হবে।

বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...