Logo Logo

পুলিশের তৎপরতায় ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার


Splash Image

শিবচর থানাধীন শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হইতে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই মামলার আসামী গ্রেফতার এবং লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার সংক্রান্তে।


বিজ্ঞাপন


শিবচর থানাধীন শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হইতে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই মামলার আসামী গ্রেফতার এবং লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার সংক্রান্তে।

গত ৩০ অক্টোবর শিবচর উপজেলার শিরুয়াইল এলাকায় সাব্বির ফরাজী নামক এক ব্যক্তির থেকে জোর পুর্বক তার ইজি বাইক ও যাত্রীদের থেকে কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় অজ্ঞাত ব্যক্তি। এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা হলে তদন্তে নামে শিবচর থানা পুলিশ। এ এস পি সালাউদ্দিন (শিবচর) এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদারীপুর ও ফরিদপুর থেকে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও হারানো মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে শুক্রবার (২১ নভে) প্রেস ব্রিফিং করেন এ এস পি সালাউদ্দিন।

তিনি জানান, অত্র মামলার বাদী মোঃ সাব্বির ফরাজী, পিতা-হালান ফয়াজী, মাতা-সাহিদা বেগম, সাং-শিরুয়াইল, ০৫ নং ওয়ার্ড, ইউনিয়ন-শিরুয়াইল, থানা-শিবচর, জেলা-মাদারীপুর তার নিজের লাল রঙের ইজবাইক দিয়ে শিবচর থানা এলাকায় যাত্রী বহন করে থাকেন। প্রতিদিনের ন্যায় মামলার বাদী গত ৩০/১০/২০২৫ ইং তারিখে আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় শিরুয়াইল বাজার হইতে নয়াবাজার যাত্রী নিয়ে যাওয়ার পথে সাদেকাবাদ নামক স্থানে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তার ইজিবাইক থামিয়ে তাকে ও তার ইজিবাইকের যাত্রীকে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে মারধর করে এবং বেধে পার্শ্ববর্তী ক্ষেতে ফেলে যায়। তারপর উক্ত ব্যক্তিরা বাদীর ইজিবাইক ও ০৩টি মোবাইল ফোন নিয়ে নেয়। পরবর্তীতে বাদী ঘটনাস্থলের পাশের বাড়ির এক ব্যক্তির মোবাইল ফোন দিয়ে তার চাচাকে ফোন করে ঘটনাস্থলে আসার জন্য বলেন। বাদীর চাচা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীকে আহত অবস্থায় পান এবং তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করান। চাঞ্চল্যকর এই মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুর অত্র মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের অবস্থান শনাক্ত করেন। তৎপ্রেক্ষিতে মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুরের নেতৃত্বে শিবচর থানার চৌকস অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা এবং ফরিদপুর ও শিবচর থেকে আসামীদের গ্রেফতার হয়। আসামীদের নিকট হতে লুন্ঠিত মোবাইল ফোন এবং আসামীদের দেখানো স্থান হতে লুন্ঠিত ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজিবাইক ও মোবাইল ফোন সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে।

এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...