বিজ্ঞাপন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জ জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি অনুযায়ী, জেলা বিএনপি সদস্য,ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, নুরুল হক আফিন্দি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ,এবং তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম।
২০ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে জানানো হয়—বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
পত্রে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন—দল এমনটাই প্রত্যাশা করে।
রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এসব পত্রের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।
পুনর্বহাল বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য নুরুল হক আফিন্দি বলেন, দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল ও দেশের স্বার্থে আরও একনিষ্টভাবে কাজ করে যেতে চাই। বাকী জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে,দেশ নাযক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলাই হলো আমার একমাত্র ব্রত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...