Logo Logo

উত্তাল নবীনগর, মনোনয়ন পরিবর্তনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের তাপসের পক্ষে মশাল মিছিল।


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের -৫ আসনের বিএনপির থেকে মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের এবং ওই আসনে নতুন করে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে মশাল মিছিল


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের -৫ আসনের বিএনপির থেকে মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের এবং ওই আসনে নতুন করে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় আলিয়াবাদ গোল চত্বর নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের হাতে হাতে মশাল নিয়ে মিছিলে মিছিলে উপজেলা পরিষদ গেট পর্যন্ত অবস্থান নেয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইকবাল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, সাবেক কাউন্সিলর ও উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক রুবেল আকরাম, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন নাজমুল হাসান তাপস দীর্ঘ ১৫ বছর দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। তাকে মূল্যায়ন না করে অন্য আরেকজনকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। আওয়ামী দুশাসন নির্যাতনের সময় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। আমরা যারা, হামলা মামলার শিকার হয়েছি, নাজমুল হাসান তাপস সব সময় নেতাকর্মীদের পাশে থেকে তিনি সবকিছু মোকাবিলা করেছেন। অথচ তাকে মনোনয়ন না দিয়ে যাকে বিএনপি'র কার্যক্রমে দেখা যায় না তাকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্রাহ্মণাবড়িয়া-৫ আসনের মনোনয়নটি পুনর্বিবেচনার জন্য জোরালো দাবি জনান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার উচ্চারণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...