Logo Logo

মরিচ্যা বিজিবি চেকপোস্ট কর্তৃক ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১।


Splash Image

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)


বিজ্ঞাপন


অদ্য ২১ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিশেষ টহলদল কর্তৃক একটি সন্দেহজনক প্রাইভেট কার আটক করা হয়। চালক হেলাল উদ্দিন (৫৩), পিতা- মৃত নুরুল আমিন, গ্রাম- ঝাউতলা গাড়ীর মাঠ, ডাকঘর- কক্সবাজার সদর, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে বডির পাটাতনের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান আসামি ও জব্দকৃত মাদক এবং আলামত সমূহ রামু থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...