Logo Logo

মেলার স্টলে বিএনপি নেতার চাঁদাবাজির ভিডিও ফেসবুকে ভাইরাল


Splash Image

মেলার স্টলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলারসাদুল্লাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ বিএনপি সুখরঞ্জন টাকা ওরফে ধলুর চাঁদাবাজির ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


বিজ্ঞাপন


মেলার স্টলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলারসাদুল্লাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ বিএনপি সুখরঞ্জন টাকা ওরফে ধলুর চাঁদাবাজির ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ইউনিয়ন বিএনপিরসাধারণ সম্পাদক অনিমেশ গাইন এটিকে ন্যাক্কারজনকআখ্যা দিয়ে বলেন, মেলায় চাদাঁবাজির ভিডিও ফেসবুকেদেখেছি। সেখানে ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকশুখরঞ্জন টাকা ওরফে ধলুকে দোকান থেকে টাকা তুলতে দেখাগেছে। উপজেলার সিনিয়র নেতাদের সাথে কথা বলে ব্যবস্থানেওয়া হবে বলে মন্তব্য করেছেন ওই নেতা ।

কার্তিক পূজা উপলক্ষে গত ১৮ নভেম্বর থেকে নৈয়ারবাড়ীউচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করেন স্থানীয়রা।মেলার শেষ দিন আজ শুক্রবার (২১ নভেম্বর) । এদিকেবিদ্যালয় মাঠে মেলার আয়োজনে জেলা প্রশাসন বা উপজেলানির্বাহী অফিসারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেলায় চাঁদাবাজিরভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার ঝড়ওঠে ।

খোঁজ নিয়ে জানাগেছে, স্টল প্রতি ৫০০ থেকে ৫০০০ টাকাপর্যন্ত চাঁদা আদায় করেছেন সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়িমেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপিরসাধারণ সম্পাদক শুখরঞ্জন টাকা ধলুর নেতৃত্বে ৬/৭ জনের একটিদল । এদিকে মেলায় জেনারেটরের জন্য দোকান প্রতি ৩০০টাকা আদায়ের অভিযোগ উঠেছে শুখরঞ্জন টাকা ওরফে ধলুরছেলে ছাত্রদল নেতা উত্তম টাকার বিরুদ্ধে।

মেলায় স্টল মালিকরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগকরে বলেন, এক প্রকার জোর করে ও ভয়ভীতি দেখিয়ে তারাচাঁদার টাকা আদায় করছেন ।

মেলার ফুচকা ও চটপটির স্টল মালিক কোটালীপাড়াউপজেলার শ্রীফলবাড়ি গ্রামের পুলিন মৃধা বলেন, আমি ওআমার ভাই দুটি চটপটির দোকান দিয়েছি। আমার কাছ থেকে৩ হাজার ৫০০ টাকা ও ভাইয়ের দোকান থেকে ২ হাজার টাকাচাঁদা নিয়েছে। দোকান ভেদে তারা চাঁদা তোলে। চাঁদা না দিলেদোকানে হামলা চালায়। ভয়ে সবাই টাকা দিতে বাধ্য হচ্ছে ।মেলায়

...

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...