Logo Logo

ভোট রক্ষায় ‘বুলেট হয়ে গর্জন’ করতে হবে : জামায়াত আমির


Splash Image

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি আজ একটি সুষ্ঠ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনকে ঘিরে অতীতে যেসব অনিয়ম, কারসাজি ও ভোট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেগুলোর পুনরাবৃত্তি হলে জনগণকে কঠোরভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানে শুরু হওয়া এই সম্মেলনে তিনি বলেন, “এই নির্বাচনে যদি কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম বা ভোট কেটে নেওয়ার চেষ্টা হয়, তাহলে আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অপসারণ করে দিবেন। শুধু ভোট দিয়ে দায়িত্ব শেষ করবেন না, নিজের ভোটের পাহারা নিশ্চিত করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হয়েছে—এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা পিছু হবেন না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের দায়িত্ব শুধু আমাদের ওপর ছেড়ে দিয়ে আপনারা সরে যাবেন না। আপনাদেরকে সামনে থেকেই একসঙ্গে লড়াই করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে কেউ আমাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তবে সবাইকে নিশ্চিত করতে হবে যে আমাদের মা-বোনসহ সকল ভোটার কেন্দ্র গিয়ে সুষ্ঠভাবে ভোট প্রদান করেন।”

ডা. শফিকুর রহমান বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “জানিয়ে দিন—ওই বাংলাদেশ শেষ, আজ থেকে শুরু হচ্ছে নতুন বাংলাদেশ।” আল্লাহর কাছে তিনি সেই নতুন বাংলাদেশ গড়ার তৌফিক কামনা করেন।

ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহাসিক নেছারাবাদে এই প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।

সম্মেলনকে কেন্দ্র করে নেছারাবাদ দরবার শরীফ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এক মঞ্চে সমবেত হওয়ার এই উদ্যোগকে স্থানীয় বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন, যা জাতীয় ঐক্য ও রাজনৈতিক সহাবস্থানের পথে ইতিবাচক বার্তা বহন করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...