Logo Logo

সাতক্ষীরায় সনাক, ইয়েস ও এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

দুর্নীতির বিরুদ্ধে একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) অভিজ্ঞতা বিনিময় সভা। দিনব্যাপী এ আয়োজনে তিন সংগঠনের প্রায় ১৭৫ সদস্য অংশ নেন।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য অলিউর রহমান। কর্মসূচির উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরেন হেনরী সরদার।

গ্রুপভিত্তিক আলোচনার পর্ব পরিচালনা করেন সহসভাপতি ইয়াছিন ছিদ্দিকী। সনাকের বাৎসরিক কর্মপরিকল্পনা ও অর্জন তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র সাতক্ষীরা এরিয়া কো-অর্ডিনেটর (সি-ই) আল আমিন। ভূমি এসিজির সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন পরিচালনা করেন গ্রুপ পরিচিতি পর্ব।

পরবর্তীতে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশসহ বিভিন্ন খাতে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তরণ’ বিষয়ে তাঁদের মতামত দেন। উন্মুক্ত আলোচনায় সদস্যরা আন্দোলনকে আরও শক্তিশালী করতে নানা সুপারিশ তুলে ধরেন।

টিআইবি’র সার্বিক কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। অনুষ্ঠান শেষে সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ অংশগ্রহণকারীদের দিয়ে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরে ইয়েস সম্মাননা ও র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য মোমেনা খানম ও রেবেকা সুলতানা। সার্বিক সহযোগিতা করেন ইয়েস সদস্যরা।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...