Logo Logo

সাতক্ষীরা-২ আসনে আলিমকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল র‍্যালি


Splash Image

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল এবং সাতবারের চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৩ নভেম্বর) সকালে বিনেরপোতা জিরোপয়েন্ট থেকে র‍্যালিটি বের হয়ে খুলনা রোড মোড় চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আব্দুল আলিমকেই মনোনয়ন দিতে হবে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি-ই এ আসনের যোগ্য প্রার্থী বলে উল্লেখ করেন তারা।

বক্তারা দাবি করেন, ভুল তথ্যের ভিত্তিতে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা পুনর্বিবেচনা করা জরুরি। এসময় নেতাকর্মীরা অবিলম্বে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান এবং মনোনয়ন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, সদর উপজেলা বিএনপি সদস্য মো. আতিয়ার রহমান, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসান, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...