ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
তিনি জানান, এ বিষয়ে দলীয়ভাবে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫ এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একজন ব্যক্তি কর্মজীবনে যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যে চাকরি করেন, তার জন্য দক্ষতা ও সততা অপরিহার্য। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে সমাজ উন্নয়নে আরও কী ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে বিএনপি সবার পরামর্শ প্রত্যাশা করে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি মসজিদ কমিটির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা তাদের প্রতি অন্যায্য আচরণের শামিল। তার ভাষায়, ‘আমি মনে করি এটা হওয়া উচিত নয়। এটা ইমাম-মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলটি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি সুস্পষ্ট ও ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। কারণ, ইমাম-মুয়াজ্জিনগণ সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারা সমাজসংস্কারকের ভূমিকায় অবতীর্ণ।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সামাজিক মূল্যবোধ জোরদার ও মানবিক সমাজ গড়ে তুলতে ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিএনপি সে লক্ষ্যে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...