Logo Logo

গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়ে মির্জা ফখরুল

‘গত ১৫ বছরে অনেক সাংবাদিক স্বেচ্ছায় ফ্যাসিবাদ সমর্থন করেছেন’


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময়ে গত ১৫ বছর ধরে অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই গণমাধ্যমের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। অথচ গত দেড় দশকে সাংবাদিকদের একাংশ নিজেদের মধ্যে বিভক্তির কারণে বিভিন্ন রাজনীতিকের প্রভাব বলয়ে ঢুকে পড়েছেন, যা সাংবাদিকতার স্বাভাবিক ও স্বাধীন চর্চাকে প্রশ্নবিদ্ধ করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, সাংবাদিকদের একটি অংশ স্বেচ্ছায় সরকারঘেঁষা অবস্থান নিয়েছে এবং ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছে। এ কারণে গণমাধ্যমের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময়ই গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...