বিজ্ঞাপন
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানকে অত্যন্ত সফল বলে জানিয়েছে সোনাগাজী থানা পুলিশ।
অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে কুখ্যাত মাদক সম্রাট শেখ সুমন এবং তিন বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাকাত জুয়েল (প্রঃ ডাকাত জুয়েল)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, ডাকাতির প্রস্তুতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এছাড়া আরও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ জানায়, রাতভর একাধিক এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা। এরপর ধারাবাহিকভাবে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে থানা সূত্র।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করছি।” তিনি আরও জানান, এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশের টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়রা মনে করছেন, কুখ্যাত এসব আসামিকে আটক করায় এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরবে। সাম্প্রতিক সময়ে মাদক ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। পুলিশ এই অভিযানকে সেই উদ্বেগ কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
সংশ্লিষ্টরা মনে করেন, সঠিক সময়ে পরিচালিত এই অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধীদের মনে ভয় সৃষ্টি করবে। নিয়মিত এমন কার্যক্রম চললে সোনাগাজীতে মাদক ও অপরাধ কার্যক্রম আরও কমে আসবে বলে আশা স্থানীয়দের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...