ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া এখন আগের চেয়ে ভালো আছেন এবং তিনি শঙ্কামুক্ত। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতার জন্য ভর্তি হওয়া খালেদা জিয়ার চিকিৎসা নিয়মিত চলছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন। হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।
আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যা দীর্ঘদিন ধরে ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন সময়েই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন অবস্থানের পর তিনি গত ৬ মে দেশে ফেরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-১সহ মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...