বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) শহরের দুটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজে এবং দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
আসক তাদের "স্টেপ আপ দ্যা ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস" (সুফাসেক) প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশু এবং স্থানীয় কমিউনিটির সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করা এবং একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করা।
ক্যাম্পেইনের আলোচনায় বর্তমান সময়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো ‘অনলাইনে শিশু যৌন হয়রানি’ বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা অনলাইনে নিরাপদ থাকার উপায়, সাইবার স্পেসে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং কোনো ধরণের যৌন শোষণ বা হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে কী করণীয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত ক্যাম্পেইনটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার আহসান উল্লাহ ও রাহিমা বেগম। তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাইবার বুলিং ও যৌন শোষণ রোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরণের প্রচারণার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...