Logo Logo

আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধন


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধান চাল সংগ্রহের মনিটরিং কমিটির সভাপতি ফারজানা আক্তার ববি ।

সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, প্রেস ক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

এ বছর আমন মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে ২১১ টন মেট্রিক টন ধান ও ১ হাজার ৪০১ টন মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৪ টাকা এবং প্রতি কেজি চাল ৫০ টাকা।

ধান সংগ্রহ কার্যক্রম এর আওতায় কৃষকের (এ্যাপস) এনিবন্ধন করে আবেদন করতে হবে, এবং লটারির মাধ্যমে আবেদন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। পরবর্তী বিল প্রদান সহ যাবতীয় কার্যক্রম অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...