Logo Logo

বীরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘণ্টা কর্মবিরতি


Splash Image

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাদেশের মতো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।


বিজ্ঞাপন


রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। সমযোগ্যতার অন্যান্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো ১১তম গ্রেডে রয়েছেন—যা পেশাজীবীদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করেছে।

বক্তারা বলেন, “৩০ বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।”

তারা আরও জানান, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে ১০ম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি। দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচিতে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. ময়নুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মোহিবুল আরিফিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জীবন চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট (এক্সরে) মনোরঞ্জন দেব শর্মা, ফার্মাসিস্ট মুনমুন রায়সহ সরকারি–বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট–ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন বিভাগে কর্মরত অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...