ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে খুবই ‘ডিপ কন্ডিশনে’ রয়েছেন।
তিনি বলেন, “খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।”
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক দলের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে জানা যায়।
এর আগে সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্মিলিতভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন, যেন খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন।”
দেশবাসী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব তার দ্রুত আরোগ্য কামনা করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা ধরনের জটিলতায় ভুগছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...