Logo Logo

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া


Splash Image

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নতুন রাজনৈতিক পরিচয় প্রকাশের মধ্য দিয়ে তিনি বিএনপির সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে রেজা কিবরিয়াকে বরণ করেন। যোগদান উপলক্ষে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।”

স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া দেশের গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত রেজা কিবরিয়া এবার হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নিতে আগ্রহী। ইতোমধ্যে বিএনপি ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, তবে ওই নির্বাচনী এলাকায় এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলটিতে অভ্যন্তরীণ সংকট দেখা দিলে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কও ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...