বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমকে জানান, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।”
তিনি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
একই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এভারকেয়ার হাসপাতালে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক তার চিকিৎসা তদারকিতে নিয়োজিত আছেন। এটি এখন পর্যন্ত সর্বশেষ আপডেট।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে যথাযথ সময়ে জানানো হবে।
উল্লেখ্য, তার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।
হাসপাতালের সূত্র জানায়, এই টিমটি বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবে। মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে।
খবর অনুযায়ী, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...