Logo Logo

বাকেরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

দোয়া মোনাজাতে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহ তায়ালার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “দেশনেত্রীর অসুস্থতায় আজ পুরো জাতি উদ্বিগ্ন। গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক। এ দেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন তুলনাহীন। তাঁর অসুস্থতার খবরে দেশবাসী গভীরভাবে মর্মাহত। আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন।”

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার এবং উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান।

এ ছাড়া বক্তব্য দেন—বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান চেয়ারম্যান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, খলিলুর রহমান শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, আলীম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব আল আমিন হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি, পৌর শ্রমিক দলের সভাপতি খালেক হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...