বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে ইছাপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এবং যুবদল নেতা শফিক রায়হান শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর এবং সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...