বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় এ সম্মাননা অনুষ্ঠান।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সহসভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের নিজস্ব প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রির গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, নির্বাহী সদস্য ও দৈনিক নয়া দিগন্তের কোটালীপাড়া প্রতিনিধি রনি আহম্মেদ এবং দৈনিক বাংলার নবকণ্ঠ, দৈনিক পর্যবেক্ষণ ও দ্যা মর্নিং গ্লোরির প্রতিনিধি কাজী ফারদিন রহমান। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা সদ্য গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়া বিদায়ী ইউএনও এম. রকিবুল হাসানের প্রশাসনিক দক্ষতা, সততা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অল্প সময়ের মধ্যেই তিনি গোপালগঞ্জের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের আস্থা অর্জন করেছিলেন।
পরে ইউএনও এম. রকিবুল হাসানকে ফুল এবং ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে এম. রকিবুল হাসান তার কর্মদক্ষতা ও উন্নয়নমুখী উদ্যোগের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। সম্প্রতি তিনি সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হিসেবে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় এ সম্মাননা অনুষ্ঠান।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সহসভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের নিজস্ব প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রির গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, নির্বাহী সদস্য ও দৈনিক নয়া দিগন্তের কোটালীপাড়া প্রতিনিধি রনি আহম্মেদ এবং দৈনিক বাংলার নবকণ্ঠ, দৈনিক পর্যবেক্ষণ ও দ্যা মর্নিং গ্লোরির প্রতিনিধি কাজী ফারদিন রহমান। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা সদ্য গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়া বিদায়ী ইউএনও এম. রকিবুল হাসানের প্রশাসনিক দক্ষতা, সততা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অল্প সময়ের মধ্যেই তিনি গোপালগঞ্জের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের আস্থা অর্জন করেছিলেন।
পরে ইউএনও এম. রকিবুল হাসানকে ফুল এবং ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে এম. রকিবুল হাসান তার কর্মদক্ষতা ও উন্নয়নমুখী উদ্যোগের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। সম্প্রতি তিনি সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হিসেবে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...