বিজ্ঞাপন
পীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম বলেছেন—“বাংলাদেশের মানুষ চাঁদাবাজ বা সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করার জন্য নয়, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছেন। সেই বাংলায় অন্যায়কারীদের আর কোনো স্থান হবে না।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ২টায় বরিশাল বেলস্ পার্ক ময়দানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমমনা ইসলামী আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাইর পীর বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট বিরোধী গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন—তাদের রক্ত বৃথা যেতে পারে না। এখনো অসংখ্য মা সন্তানের জন্য কাঁদছেন। তারা রাস্তায় নেমেছিলেন চাঁদাবাজি, দখলবাজি বা টেন্ডারবাজি টিকিয়ে রাখার জন্য নয়।”
তিনি ক্ষমতাসীন মহলকে উদ্দেশ করে বলেন, “যারা ক্ষমতার লোভে জনগণকে প্রতারণা করেছে, দুর্নীতিতে দেশকে পিছিয়ে দিয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে—তাদের জন্য এই বাংলায় কোনো জায়গা থাকবে না। দেশের মানুষ শান্তি চায়, ন্যায় চায়, নিরাপদ ভবিষ্যৎ চায়।”
সমাবেশে চরমোনাইর পীর আরও বলেন, “দেশ আপনার–আমার, শান্তিপ্রিয় জনগণের। যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের স্বপ্ন দেখে, তারা বাংলার মাটিতে গ্রহণযোগ্য হবে না। আজ দেশজুড়ে মানুষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করছে। জনগণের সম্পদ নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে পারবে না।”
সমাবেশে ইসলামী আট দলীয় জোটের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...